adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অজয় দেবগণের প্রেমের টানে দুই নায়িকার মারপিট

বিনােদন ডেস্ক : নব্বই দশকের দুই জনপ্রিয় বলিউড নায়িকা রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুরের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা এক সময় হাতাহাতিতে গিয়ে গড়ায়! এর কারণ— দুজনেই অজয় দেবগণের প্রেমে পড়েছিলেন।

একসঙ্গে আতিশ, আন্দাজ আপনা আপনা ও রক্ষকের মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন রাভিনা ও কারিশমা। এ সময় তাদের মধ্যে ঠাণ্ডা লড়াই ঠিকই বহাল ছিল। মুখ দেখাদেখি হলেও কেউ কারো সঙ্গে কথা বলতেন না।

বলিউডে গুঞ্জন ছিল, অজয়কে খুব পছন্দ করতেন রাভিনা। ‘দিলওয়ালে’-এর নায়কের সঙ্গে ডেট করছেন এমনও দাবি ছিল তার। অন্যদিকে সেই সময় কারিশমার সঙ্গে অজয়ের বন্ধুত্ব গড়ে ওঠে। তখন থেকেই ট্যান্ডন ও কাপুর কন্যার মাঝে ‘শত্রুতা’র সূচনা।

এমন ঘোলাটে সময়ে এক ছবিতে প্রস্তাব পান তারা। ১৯৯৪ সালে সঞ্জয় গুপ্তর ‘আতিশ’ ছবিতে অভিনয় করেন। এ ছবির কোরিওগ্রাফার ফারহা খান এক সাক্ষাৎকারে জানান, শুটিংয়ের সময় দুই অভিনেত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় হাতাহাতিতে গড়ায়, এমনকি লাথিও চলে!

‘আন্দাজ আপনা আপনা’ ছবিতেও দুজনে অভিনয় করেন। এক সাক্ষাৎকারে রাভিনা জানান, তাদের মধ্যে ঝামেলা নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন পরিচালক রাজকুমার সন্তোষী, নায়ক আমির ও সালমান খান।

রাভিনা বলেন, “কারিশমা ও আমার মধ্যে ঝমেলা মেটানোর জন্য আমির, সালমান এবং পরিচালক রাজকুমার একটা পরিকল্পনা করেন। ছবিতে আমাদের দুজনকে একটা থামের সঙ্গে বেঁধে রাখার একটা দৃশ্য ছিল। রাজকুমার বলেন, যতক্ষণ না আমরা একে অপরের সঙ্গে কথা বলব, ততক্ষণ থামের সঙ্গেই আমাদের বেঁধে রাখা হবে।”

দীর্ঘদিন দুজনের মধ্যে এই ঠাণ্ডা লড়াই জারি ছিল। তবে এখন তারা সেই লড়াই থেকে অনেক যোজন দূরে। সম্পর্কের বরফও গলেছে।

অজয় দেবগণকে কেন্দ্র যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, তার সমাপ্তি ঘটে দুই নায়িকার মেয়েদের হাত ধরেই। রাভিনার মেয়ে রাশা ও কারিশমার মেয়ে সামাইরা একই স্কুলে পড়ে। দুই মায়ের সম্পর্ক এক সময় যেমন আদায়-কাঁচকলায় ছিল, তেমনই তাদের দুই মেয়ের সম্পর্ক ঠিক তার উল্টো। রাশা ও সামাইরা ভালো বন্ধু।

“আমাদের মেয়েরা একই স্কুলে পড়ে। কারিশমার সঙ্গে আগের সেই টানাপোড়েন আর নেই। আমরা মেয়েদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করি”, সাম্প্রতিক সাক্ষাৎকারে এ কথা বলেন রাভিনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া