adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্প্যানিশ লা লিগা ফেরার ম্যাচে রিয়াল বেতিসের বিরুদ্ধে সেভিয়ার জয়

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস সংকটের কারণে তিনমাস স্থগিত থাকার পর ফের মাঠে গড়ালো লা লিগার চলতি মৌসুমের খেলা। ফেরার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার লুকাস ওকাম্পোস। তাতে নিজেদের মাঠে সহজ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থান আরও মজবুত করেছে সেভিয়া।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সময় রাত দুটায় অনুষ্ঠিত ম্যাচটিতে বেতিসকে ২-০ গোলে হারায় স্বাগতিক দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ওকাম্পোস। এরপর সতীর্থ ফের্নান্দোকে নিয়ে আরও একটি গোল করিয়ে জয় নিশ্চিত করেন আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির এই সতীর্থ।

আগে থেকেই নির্দেশনা অনুযায়ী ম্যাচটিতে গ্যালারি ছিল দর্শকশূন্য। মাস্ক ব্যবহার করতে হয়েছে ডাগআউটে থাকা খেলোয়াড়, কোচ ও স্টাফদের। আর ম্যাচের শুরুতে করোনাভাইরাসে নিহতদের স্মরণে পালন করা হয় নীরবতা।
ম্যাচে উভয় দলের আধিপত্য সমান-সমান থাকলেও গোলের সুযোগ তৈরিতে এগিয়েছিল সেভিয়া। তবে গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধ। – দেশরূপান্তর

বিরতির পর একাদশ মিনিটে নিখুঁত পেনাল্টি শটে দলকে সেভিয়াকে এগিয়ে নেন ওকাম্পোস। চলতি মৌসুমে এই নিয়ে ১১টি গোল করলেন আক্রমণভাগের এই ফুটবলার।
ডি-বক্সের ভেতর লুক ডি ইয়ংকে অতিথি দলের স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বারত্রা ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সেভিয়া। ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের করা ফের্নান্দেসের করা গোলটিতে বড় অবদান ওকাম্পোর। তার ব্যাকহিলে ফ্লিক করা বলে হেড দিয়ে জালে জড়ান ফের্নান্দেস।

এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট দাঁড়াল ২৮ ম্যাচ খেলে ১৪ জয় ও আট ড্রয়ে ৫০। এক ম্যাচ কম খেলা শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
এদিকে, শুক্রবার লা লিগায় আরও দুটি ম্যাচ মাঠে গড়াবে। এদিন গ্রানাডার মাঠে খেলতে যাবে গেতাফে। লেভান্তে খেলতে যাবে ভালেন্সিয়ার মাঠে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার ম্যাচ শনিবার। মায়োর্কার মুখোমুখি হবে তারা। পরের দিন টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে খেলতে নামবে এইবারের বিপক্ষে। – গোল ডটকম

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া