adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৯ আগস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়

স্পোর্টস ডেস্ক : করোনার প্রাদুর্ভাবের মাঝেই চলতি গ্রীষ্মের পুরো সূচি চূড়ান্ত করে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ)। বৃহস্পতিবার ২০২০-২১ মৌসুমের সূচি জানিয়ে দিয়েছে তারা। ৯ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়।
জিম্বাবুয়ে ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর স্বাগতিকরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপ নির্ধারিত সময়ে রেখেই সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।-ক্রিকবাজ

এরপর নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে একটি দিবারাত্রির টেস্ট। ডিসেম্বরে শুরু হবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। জানুয়ারিতে দুই দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার এবারের মৌসুম।
অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে থাকলেও এই সূচি কতটা বাস্তবায়ন সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন রবার্টস এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমরা বৈশ্বিক মহামারির অবস্থা বিবেচনা করছি। একই সঙ্গে মহামারিতে অস্ট্রেলিয়ার উন্নতিও ইতিবাচক প্রভাব ফেলছে।

আমরা ২০২০-২১ সালের গ্রীষ্মে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই জানি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নয়। তবে প্রকাশিত সূচি অনুযায়ী খেলা মাঠে গড়ানোর সর্বাত্মক চেষ্টা আমরা করব। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া