adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতা এমএ মতিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার উত্তরা রেডিক্যাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক সপ্তাহ আগে এমএ মতিন উত্তরা নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে তাকে উত্তরা রেডিক্যাল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই মারা যান তিনি।

এমএ মতিনের স্ত্রী চার বছর আগে মারা যান। তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাসপাতালে গোসল দেওয়ার পর আজই মরহুমকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেওয়া হবে। স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া