adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুল বললেন – সম্পূর্ণ মুক্তি না দিয়ে খালেদা জিয়ার প্রতি অবিচার করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৬ মাসের সাজা স্থগিত করে ‘সম্পূর্ণ অবিচার’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়াকে নিয়েই ঈদের সময়ে কবর জিয়ারত করতে আসেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি অসুস্থ, তাঁর পক্ষে আসা অসম্ভব। তাঁকে ৬ মাসের সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর প্রতি সেটা সম্পূর্ণ অবিচার করা হয়েছে। তাঁকে সম্পূর্ণ ভাবে মুক্তি দেওয়া উচিত ছিল।

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন, যেমন ছিলেন, তাঁর চেয়ে খারাপ হয়নি, স্থিতিশীল আছেন।

মির্জা ফখরুল বলেন, এবারের ঈদুল ফিতর একদমই ভিন্ন রকম। করোনাভাইরাসের মহামারি বিশ্বকে উলটপালট করে দিয়েছে। সামাজিক নৈকট্যকে দূরত্ব পরিণত করেছে। এবারের ঈদে ব্যক্তি নিরাপত্তাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। দল ও চেয়ারপারসনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান।

জিয়াউর রহমানের কবর জিয়ারতে মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া