adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের নামাজ পরিচালনার দ্বিতীয় সিজদায় ইমাম মৃত্যুর কোলে ঢলে পড়লেন

ডেস্ক রিপাের্ট : জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পরিচালনার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ইমাম আইয়ুব আলীর (৭০) মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে উপজেলার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে নামাজের প্রথম জামাত পরিচালনা করছিলেন তিনি।

আইয়ুব আলী শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে।

মসজিদের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সোমবার ঈদুল ফিতরের নামাজের ইমাম ছিলেন আইয়ুব আলী। সকাল সাড়ে আটটার দিকে নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে হঠাৎ ঢলে পড়েন এবং তখনই তার মৃত্যু হয়।

তিনি শাহজাদপুর উপজেলার নন্দলালাপুর আলিম মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন এবং এলাকার প্রবীণ সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন।

তার এমন হটাৎ মৃত্যুতে ওই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া