adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুর মিছিলে পুলিশের আরও এক সদস্যে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। এ নিয়ে করোনায় ১২ পুলিশ সদস্য প্রাণ হারালেন।

উপ-পরিদর্শক (এসআই /সশস্ত্র) মো. মোশাররফ হোসেন শেখ (৫৬) রাজশাহীতে চিকিৎসাধীন শুক্রবার রাত ১১টার দিকে মারা যান।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, তিনি রাজশাহী আরআরএফ এ কর্মরত ছিলেন।

মোশাররফ হোসেন পাবনা জেলার সুজানগর থানার নূরউদ্দিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় মোশাররফ হোসেনের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১২ জন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া