adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু ও করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা

ডেস্ক রিপাের্ট : স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় জানতে পারলেন, তার করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ আসার বিষয়টি অপু নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একসঙ্গে ডেঙ্গু ও করোনার সঙ্গে লড়তে হবে। আল্লাহই জানেন এবার ফলাফল কী হবে?’

অপু জানান, চার দিন আগে তার জ্বর আসে এবং এরপর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। এরপর আজ আবার করোনা সংক্রমণের বিষয়টি জানতে পারলেন। তবে শারীরিকভাবে এখনো সবল রয়েছেন বলে জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলেও দায়িত্ব পালন করেছেন জানিয়ে অপু বলেন, ‘তাছাড়া নিজের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে ত্রাণ ও ঈদ উপহার প্রদান করলাম। এসব ব্যস্ততার মধ্যে আমাকে শেষ পর্যন্ত করোনা ধরেই ফেলল।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহিল কাফি বলেন, ‘অপু ধানমণ্ডির বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া