adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস, অভাবে পড়ে কেক ও পেস্ট্রি ফেরি করছেন এক ফুটবলার

স্পোর্টস ডেস্ক : তার দেশের মোহামেদ সালাহ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। মাহরুস মাহমুদ অবশ্য অত বড় নাম নয়। তবে মিশরের উঠতি তারকা হিসেবে নাম কুড়াতে শুরু করেছিলেন। স্বপ্ন দেখছিলেন বড় কিছুর। কিন্তু করোনাভাইরাসে তার স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার উপক্রম। ২৮ বছর বয়সীকে যে জীবিকার তাগিদে রাস্তার ফেরিওয়ালা বনে যেতে হয়েছে।

মিশরের দ্বিতীয় বিভাগের দল বেনি সুয়েফের হয়ে খেলে থাকেন মাহরুস। দুরন্ত খেলছিলেন। প্রথম বিভাগে খেলার স্বপ্নও ছিল তার। সব স্বাভাবিক থাকলে এই সময়ে তাকে মাঠেই ব্যস্ত থাকাতে হতো। কিন্তু এখন কিনা প্যানকেক ও পেস্ট্রি নিজে হাতে বানিয়ে ফেরি করে বিক্রি করতে হচ্ছে। – স্পোর্টস টাইমস কায়রো

করোনা প্রাদুর্ভাবের আগে মাহরুস প্রতিমাসে ক্লাবের হয়ে খেলে ২০০ মার্কিন ডলার আয় করতেন। তিন জনের সংসারের খরচ চালাতে ফুটবলের বাইরে পার্ট-টাইম কাজও করতেন। তবে ফুটবলই তার উপার্জনের প্রধান উৎস।

মার্চের মাঝামাঝি থেকে চালু হওয়ার কথা ছিল মিশরের দ্বিতীয় বিভাগ লিগ। কিন্তু সেই সময়েই বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করে। ভাইরাসের সংক্রমণ এড়াতে মিশর সরকার কঠোরভাবে কারফিউ জারি করে। তাতে ক্যাফে, শপিং মল এবং অন্যান্য দোকান পাট বন্ধ করে দেওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘরেই থাকতে। কিন্তু পেটের তাগিদে ঠিকই বেরিয়ে পড়তে হয় মাহরুসকে। – দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া