adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিলামে বিক্রি হওয়া সাকিব ও মুশফিকের ব্যাট ফেরত আনবে বিসিবি!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলের ক্রিকেটাররা করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজেদের ক্রিকেট সামগ্রী নিলামে তুলে তহবিল গঠন করছেন। দুস্থদের সাহায্যে এগিয়ে আসতে ইচ্ছুক ভক্তরাও এসব ক্রিকেট সামগ্রী কিনে নিচ্ছেন।

২০১৯ বিশ্বকাপে ইতিহাসগড়া ব্যাটটি নিলামে তোলেন সাকিব আল হাসান। এরপর তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আকবর আলীরা ব্যাট, বল, জার্সি, গ্লাভস নিলামে বিক্রি করেছেন। মাশরাফি বিন মুর্তজা বিক্রি করেছেন দীর্ঘ ১৮ বছর ধরে ব্যবহৃত ব্রেসলেট।
সাকিবের ব্যাট দিয়ে যেমন ইতিহাস রচিত হয়েছে, তেমনি মুশফিকের ব্যাটে বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি মানবতার সেবায় উৎসর্গ করে দিয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের এমন সব স্মারক হাতছাড়া করতে চাইছে না। সাকিব ও মুশফিকের ব্যাট ফিরিয়ে আনার কথা ভাবছে দেশীয় ক্রিকেটের এই সর্বেচ্চ সংস্থা।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অস্বচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, আমরা তো নিলামে অংশগ্রহণ করতে পারি না। আমরা চেষ্টা করব সাকিব ও মুশফিকের জিনিসগুলো কীভাবে রাখা যায়। সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব। পাপন বলেন, বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, এমন সব স্মারক সংরক্ষণের জন্য এই উদ্যোগ নেওয়ার কথা ভাবছে বিসিবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া