adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যতই আঘাত আসুক, ঝড়-ঝঞ্ঝা আসুক, বাধা আসুক, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপাের্ট : যতই ঝড়, বাধা ও আঘাত আসুক আমরা কাটিয়ে উঠতে পারব। এ দুর্যোগ কাটিয়ে উঠে অগ্রযাত্রা অব্যাহত রখতে পারব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, করোনা দুর্যোগের মধ্যে আর একটি দুর্যোগ ঘূর্ণিঝড়। এ দুর্যোগ মোকাবিলা করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে, সেই সক্ষমতা রয়েছে। তাছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।
জাতির পিতার স্বপ্ন ছিল, বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। এ লক্ষ্যে শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছিলাম। এর মধ্যে করোনাভাইরাসের মতো দুর্যোগ চলে এল। এরপর আবার ঘূর্ণিঝড়।

যতই আঘাত আসুক, ঝড়-ঝঞ্ঝা আসুক, বাধা আসুক, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব। সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয় এটা কাটিয়ে উঠতে পারব। আমাদের সাহসের সাথে মোকাবিলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে, দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে আমরা মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব, যোগ করেন প্রধানমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া