adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী করোনায় ৪৭ লাখের বেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় একদিনে রেকর্ড আক্রান্ত। নতুন আক্রান্ত আছে চীনে, দক্ষিণ কোরিয়ায়ও। ব্রাজিলের হাসপাতালগুলো স্থবির হওয়ার অপেক্ষায়। আমেরিকা ৯০ হাজার মৃত্যু দেখার আরও কাছে। গত একদিনে নভেল করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে গোটা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট আক্রান্ত ৪৭ লাখ ১৩ হাজার ৬২০ জন। মৃত্যু ৩ লাখ ১৫ হাজার ১৮৫ জনের। আশার কথা হল, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।

দক্ষিণ আফ্রিকার সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ‘সর্বোচ্চ’ ৮৩১ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সেখানে মোট আক্রান্ত ১৪ হাজার ৩৫৫ জন। আরও ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬১ জনে।

দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ জন। এর মধ্যে ৫ জন স্থানীয়। দেশটিতে মৃত্যু হয়েছে আরও একজনের। সেখানে এখন পর্যন্ত মারা গেলেন ২৬৩ জন।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের সর্বশেষ হিসাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১১ হাজার ৬৫ জন।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, দেশটিতে নতুন করে সাতজন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন জিলিন প্রদেশের। এই অঞ্চলটি লকডাউন অবস্থায় রয়েছে।

চীনে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৮২ হাজার ৯৫৪ জন। মৃত্যু ৪ হাজার ৬৩৪ জনের।

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৩১ জন নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। আর মৃত্যু ৯০ হাজার ছোঁয়ার অপেক্ষায়।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গতকালের হিসাবের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমেরিকায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ২০২ জনের। তাতে মোট মৃত্যুর সংখ্যা ৮৯ হাজার ৯৩২ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৪ লাখ ৮৬ হাজার ৫১৫ জন।

রাশিয়ায় আক্রান্ত ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন। মারা গেছেন ২ হাজার ৬৩১ জন।

যুক্তরাজ্যে ২ লাখ ৪৪ হাজার ৯৯৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৩৪ হাজার ৭১৬ জন।

ব্রাজিলে মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৮০ জন। মারা গেছেন ১৬ হাজার ১১৮ জন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। কোথাও তিল ধারণের জায়গা নেই!

স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ৬৯৮ জন। মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন।

ইতালিতে ২ লাখ ২৫ হাজার ৪৩৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি নতুন এই রোগে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৯০৮ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া