adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ভাইরাস আক্রান্তে চীনকে আজই ছাড়িয়ে যেতে পারে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা এক লাখের দিকে এগোচ্ছে। আক্রান্তের সংখ্যায় শুক্রবারই দেশটি চীনকে ছাড়িয়ে যেতে পারে।

দ্য হিন্দুর শুক্রবার সকালের আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮৫৯ জন। মারা গেছেন

২ হাজার ৬৪৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫১ হাজার ৫৫৩ জন।

অন্যদিকে চীন সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ২৯ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন।

গত কয়েক দিন ভারতে করোনা আক্রান্ত শনাক্তের ক্রমবর্ধমান যে হার, সে হিসাবে শুক্রবার দিন শেষে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে যেতে পারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি।

অবশ্য ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দাবি করেছেন, করোনা সংক্রমণের গতি কমেছে।

এই অবস্থা আগামী ১৭ মে’র পরেও চতুর্থ দফায় দেশজুড়ে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও, কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হবে।

ভারতের রাজ্যগুলোর মধ্যে সংক্রমণে মহারাষ্ট্রই শীর্ষ রয়েছে। আক্রান্তের বড় অংশই মুম্বাইয়ের। বাণিজ্য নগরীর ধারাভি বস্তি এখনো হটস্পট। এক হাজারের বেশি আক্রান্ত রয়েছে এই বস্তিতেই।

সংক্রমণে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। রাজ্যের একটি বাজার থেকেই ২ হাজার ৬০০ জনের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে। আক্রান্তের সংখ্যায় এর পরে রয়েছে দিল্লি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া