adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক করোনায় আক্রান্ত

ডেস্ক রিপাের্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

এই কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখে খুলেছেন। তার একাধিক সহকর্মীও খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

সোমবার রাত থেকে মনজুর মোহাম্মদ শাহরিয়ারের শরীরে সামান্য ব্যথা ছিল। মঙ্গলবার জ্বর-সর্দিতে আক্রান্ত হওয়ায় বুধবার সকালে স্কয়ার হাসপাতালে টেস্ট করান। পরে বিকেলে হাসপাতাল থেকে ফোনে জানানো হয় ফলাফল পজিটিভ এসেছে।

শাহরিয়ার আরও বলেন, বৃহস্পতিবার সকালে অফিসিয়াল রিপোর্ট দেওয়া হবে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বর্তমানে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।

রমজানে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম না বৃদ্ধি করে সেজন্য প্রতিদিন পাইকারি খুচরা বাজার ও বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে গেছেন শাহরিয়ার। মাস্ক, হ্যান্ডগ্লাভস ও স্যানিটাইজার বেশি দামে বিক্রি হচ্ছে কি-না তার নজরদারিতে নিয়মিত বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছেন তিনি।

করোনায় প্রতিদিনই দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯ জন প্রাণ হারায়। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯, আক্রান্ত ১৭ হাজার ৮২২ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া