adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শচীন টেন্ডুলকারকে গাঙ্গুলি, আরও চার হাজার রান বেশি করতে পারতাম

স্পাের্টস ডেস্ক : ১৭৬ ইনিংসে ৪৭.৫৫ গড়ে ৮২২৭ রান। ক্রিকেটের ৫০ ওভারের ফর্ম্যাটে সবচেয়ে সফল জুটির পরিসংখ্যান তুলে ধরে মঙ্গলবার একটি টুইট করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ওয়ান-ডে ফর্ম্যাটে অন্য কোনও জুটি এরপর সর্বসাকুল্যে ৬ হাজারের গন্ডিও পেরোতে পারেনি। স্বাভাবিকভাবেই জুটিতে শচীন রমেশ টেন্ডুলকার ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঈর্ষনীয় পার্টনারশিপ রেকর্ড আজও অক্ষত।

আইসিসির টুইট দেখে তাই হঠাতই স্মৃতির সরণি বেয়ে পুরনো দিনগুলোয় ফিরে গিয়েছিলেন মাস্টার-ব্লাস্টার। আইসিসির টুইটের পাল্টা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করে শচীন বলেন, অনেক স্মৃতি ভিড় করে আসছে দাদি। একইসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্টকে একটা চ্যালেঞ্জিং প্রশ্নও ছুঁড়ে দেন তিনি। সৌরভকে তিনি জিজ্ঞেস করেন, তোমার কী মনে হয়, বৃত্তের বাইরে ৪ জন ফিল্ডার এবং দুটো নতুন বলে খেলা হলে আমরা জুটিতে আরও কত রান যোগ করতে পারতাম। -কলকাতা টোয়েন্টি ফোর

সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মহারাজ কিন্তু প্রিয় ছোটবাবুর (শচীন) প্রশ্নের উত্তর দিতে দেরি করেননি। শচীনের প্রশ্নের উত্তরে পালটা সৌরভ লেখেন, আরও ৪ হাজার রান তো বটেই কিংবা তারও বেশি। দুটো নতুন বল দুর্দান্ত মনে হচ্ছে ম্যাচের প্রথম ওভারেই একটা কভার ড্রাইভে বল বাউন্ডারির সীমানা পার করে গেল। বাকি ৫০ ওভারেও একই ঘটনার পুনরাবৃত্তি। অর্থাৎ আধুনিক ক্রিকেটের নিয়ম যদি তাদের সময় বলবৎ থাকতো তবে জুটিতে ১২-১৩ হাজার রান করে থামতেন দুজনে। এমনটাই জানিয়েছেন মহারাজ।

বিদেশের মাঠে কোনও এক ম্যাচে শচীন এবং সৌরভের পার্টনারশিপের একটি মুহূর্তের ছবি মঙ্গলবার নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে আইসিসি। ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে আইসিসি তুলে ধরে দু’জনের ব্যাটিং পরিসংখ্যান। তারা লেখে, একদিনের ক্রিকেটে শচীন টেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। পার্টনারশিপ-১৭৬, রান-৮২২৭, গড়-৪৭.৫৫। একদিনের ক্রিকেটে আর অন্য কোনও জুটি ৬ হাজার রানের গন্ডিও টপকাতে পারেনি। – আইসিসি ওয়েবসাইট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া