adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে দাঙ্গায় নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার একটি কারাগারে ভয়াবহ এক দাঙ্গার ঘটনা ঘটেছে। তাতে অন্তত ৪৭ জন নিহত এবং অনেকে হয়েছেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় এক রাজনীতিক ও কারা অধিকার একটি সংস্থা।

পশ্চিম ভেনেজুয়েলার পর্তুগেসা রাজ্যের লস লানোস এ ঘটনা ঘটে বলে জানান সেখান থেকে নির্বাচিত বিরোধীদলীয় সংসদ সদস্য মারিয়া বিত্রিস মার্তিনেস। শনিবার এএফপিকে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৪৭ জনের মৃত্যু এবং ৭৫ জনের আহতের খবর জানতে পেরেছি।”

হতাহত নিয়ে একই রকম সংখ্যার কথা উল্লেখ করেছে কারা অধিকার সংস্থা দ্য ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরিও (ওভিপি)। এটাকে ‘হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে তারা। উভয় সূত্রই বলছে, নিহতদের সবাই কারাবন্দী ছিলেন।

ভেনেজুয়েলার সেনাবাহিনীর এক প্রতিবেদন উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, পর্তুগেজা রাজ্যের রাজধানী গুয়ানারেতে অবস্থিত কারাগারটিতে শুক্রবার বন্দীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। ‘তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ব্যাপক সংখ্যায় পালিয়ে যাওয়ার’ চেষ্টা চালিয়েছিল। তাতে কারা পরিচালকও আহত হয়েছেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা মার্তিনেস। তার দাবি, কয়েদিদের ‘খাদ্য সংকট’ থেকে এ দাঙ্গা বাঁধে।

পরিবারের সদস্য ও বন্ধুরা কয়েদিদের আগে প্রায়ই খাবার, ওষুধপাতি দিয়ে আসত। কিন্তু কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই ব্যবস্থা এখন বন্ধ করে দেওয়ায় খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে।

ওভিপি’র পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারের সদস্যদের সহায়তায় মর্গে লাশগুলোর নাম, পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃতদের ছবিগুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।

কারা অধিকার সংস্থাটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালে ভেনেজুয়েলার কারাগারগুলোতে সহিংসতায় ৯৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭০ শতাংশের মৃত্যুই হয়েছে যক্ষ্মা জাতীয় রোগে আক্রান্ত হয়ে এবং ওষুধের অভাবে।

এদিকে, ভেনেজুয়েলায় করোনার সংক্রমণও ঘটতে শুরু করেছে। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১০ জনের। তবে কর্তৃপক্ষের দাবি, কারাগারগুলোতে এখনো করোনার রোগী পাওয়া যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া