adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধানিকে কেনো জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছিলো, তা ফাঁস করলেন সাবেক প্রধান নির্বাচক

স্পাের্টস ডেস্ক : করোনার জন্য আইপিএলের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনই একজনের ক্রিকেট কেরিয়ারও অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতবছর বিশ্বকাপ সেমিফাইনালে শেষ ম্যাচ খেলেছিলেন। তারপর থেকেই ক্রিকেটের বাইরে। প্রথমে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। তারপর বছর পেরিয়ে গেলেও আর দলে ফেরা হয়নি ধোনির। কিন্তু বিশ্বমানের এই তারকা কীভাবে বাদ পড়লেন? এতদিন বাদে সেই প্রশ্নের উত্তর দিলেন সে সময়ের জাতীয় দল নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ।

ধোনি প্রসঙ্গে বলতে গিয়ে সাবেক নির্বাচক প্রধান বলছেন,আমি নিজেও ধোনির প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলাম। তার মূলত দুটি কারণ। প্রথমত, আমিও ফের ধোনির সেরা সময়ের ঝলক দেখতে চেয়েছিলাম। দ্বিতীয়ত, আমি চাইছিলাম ধোনি অন্তত কিছুদিনের জন্য লোকেশ রাহুলকে পরামর্শ দিক কিপিং নিয়ে। ধোনির বাদ যাওয়া প্রসঙ্গে প্রসাদ বলছেন, আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, তার (ধোনি) সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করেছি। প্রথমে ও নিজেই খেলতে চায়নি কিছুদিনের জন্য। তো আমরা এগিয়ে এলাম। ঋষভ পন্থকে সুযোগ দিলাম। তখন থেকে ওকেই সুযোগ দেওয়া হচ্ছে। -এনডিটিভি

প্রসাদের কথায় স্পষ্ট, ভবিষ্যতের কথা ভেবে পন্থকে সুযোগ দিতে গিয়েই ধোনিকে আড়াল করে দেওয়া হয়েছে। সাবেক নির্বাচক প্রধান মনে করছেন, লোকেশ রাহুল এখন দুর্দান্ত পারফর্ম করছেন। আর আইপিএল বাতিল হয়ে যাওয়ায় ধোনির পুরনো ফর্মও আর দেখা যায়নি। এই পরিস্থিতিতে তার পক্ষে কামব্যাক করা কঠিন।

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, এবারের আইপিএল প্রচ- গুরুত্বপূর্ণ হতে চলেছে ধোনির কাছে। এটাও বলা হচ্ছিল, ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপের টিমে থাকবেন কি না, সেটা ঠিক হবে আইপিএল দেখার পরই। কিন্তু আইপিএল কার্যত বাতিল হওয়ার পরই প্রশ্নটা আবারও উঠছে-তাহলে ধোনির কী হবে? সুনীল গাভাস্কার ও কপিল দেবের মতো সাবেকদের মতে, এতদিন পর যদি ফিরেও আসে, তাহলেও কাজটা ধোনির পক্ষে সহজ হবে না। সাবেক নির্বাচক প্রধান এমএসকে প্রসাদও সে কথাই বলছেন। তার কথায় লোকেশ রাহুল এখন যে ফর্মে খেলছেন, তাতে ধোনির পক্ষে ফিরে আসাটা আর সহজ হবে না। -সংবাদ প্রতিদিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া