adv
৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ইয়ান চ্যাপেল বললেন, স্টিভ স্মিথ নয়, আমার কাছে কোহলি সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক

স্পাের্টস ডেস্ক: কে বড় শচীন না লারা? লারা-শচীনের যুগ এখন অতীত। এখন তাই বিরাট কোহলি না স্টিভ স্মিথ- দুই তারকা ব্যাটসম্যানের মধ্যে কে সেরা? এই নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা। এবার চর্চায় সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক ইয়ান চ্যাপেল।
কোনও রকম রাখঢাক না করেই সেরা কোহলি আর স্মিথের মধ্যে বেছে নিলেন ইয়ান চ্যাপেল। তবে তিনি আরও এক ধাপ এগিয়ে সেরা ব্যাটসম্যানের পাশাপাশি সেরা অধিনায়ক কে? সেটাও বেছে নিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস
ইনস্টাগ্রামে র‌্যাপিড ফায়ার রাউন্ডে ইয়ান চ্যাপেলকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের মধ্যে কাকে সেরা বাছবেন? পাল্টা প্রশ্নে চ্যাপেল জানতে চান, ব্যাটসম্যান না অধিনায়ক হিসেবে? উত্তরে প্রশ্নকর্তা বলেন, আপনার পছন্দ মতো। এরপর ইয়ান চ্যাপেল উত্তরে বলেন, আমার কোহলিকেই পছন্দ ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে।
সাম্প্রতিককালে দেখা গিয়েছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকার এক এবং দু নম্বর জায়গাটাও তো বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের মধ্যেই অদল -বদল হয়ে আসছে। তবে বর্তমানে এক নম্বরে রয়েছেন স্টিভ স্মিথ। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া