adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শোয়েব আখতারের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন উপদেষ্টার ফৌজদারি ও মানহানি মামলা

স্পোর্টস ডেস্ক : নিজের ইউটিউব চ্যানেলে বিতর্কিত মন্তব্য করায় পাকিস্তানে মামলার ঝামেলায় পড়লেন সে দেশের সাবেক পেসার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বিরুদ্ধে ফৌজদারি ও মানহানির মামলা দায়ের করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবির আইন উপদেষ্টা তোফাজ্জল রিজভি।
দীর্ঘদিনের রিজভির অভিযোগ, তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন শোয়েব আখতার। সেই কারণে সাবেক এই পেসারের মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে বুধবার রিজভি জানান, আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন তিনি। সাইবার অপরাধ আইনে ফেডারেল তদন্ত সংস্থার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। – দেশরূপান্তর
সম্প্রতি স্পট ফিক্সিংয়ের দায়ে উমর আকমলকে তিন বছরের জন্য নির্বাসিত করেছে পিসিবি। তার পক্ষ নিয়ে একটি ভিডিও করেছিলেন শোয়েব। সেখানে পাকিস্তান বার কাউন্সিলকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি।
বিষয়টি নজরে আসে বার কাউন্সিলের। প্রতিক্রিয়ায় জানিয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। তাতে বলা হয়েছে, পিসিবির আইন উপদেষ্টা রিজভির বিষয়ে শোয়েব যে মন্তব্য করেছেন, তাতে তারা হতাশ। শোয়েবকে আইনিজীবীদের নিয়ে মন্তব্য করার আগে সতর্ক হওয়া উচিত ছিলো। পিসিবির আইন বিভাগ এবং আইনি উপদেষ্টা সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করার সময় শোয়েব আখতারের আরও সতর্ক হওয়া উচিত বলে বিবৃতি দিয়েছে পিসিবিও।
আখতারের মন্তব্যের ভাষা অত্যন্ত অনুপযুক্ত এবং অসম্মানজনক ছিলো। এটিকে কোনো সভ্য সমাজে কাম্য নয়। পিসিবির আইন উপদেষ্টা তোফাজ্জল রিজভি নিজের বিবেচনার ভিত্তিতে শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন। পিসিবিও তার অধিকার সংরক্ষণ করে। দ্য ডন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া