adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউন ভেঙে হাউস পার্টি, কিনকে তিরস্কার করলো এভার্টন

স্পোর্টস ডেস্ক : লকডাউন ভেঙে হাউস পার্টি করতে গিয়ে ক্লাবের রোষের মুখে ইংল্যান্ডের প্রথম সারির এক ক্লাবের ফুটবলার। ম্যান সিটি ফুটবলার কাইল ওয়াকারের পর সরকারি নির্দেশিকা অমান্য করে লকডাউনে হাউস পার্টিতে মাতলেন এভার্টন স্ট্রাইকার মোয়েস কিন। স্বাভাবিকভাবেই লকডাউন অমান্য করায় ক্লাবের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন ইতালিয়ান ফরোয়ার্ড। – ডেইলি মিরর

সম্প্রতি লকডাউন অমান্য করে বাড়িতেই বন্ধু-বান্ধবের সঙ্গে বাড়িতে একটি পার্টি থ্রো করেন মোয়েস। পরে পার্টিতে সেলিব্রেশনের ভিডিও একটি স্ন্যাপচ্যাট গ্রুপে পাঠান তিনি। যেখানে তার হাউস পার্টিতে উপস্থিত মহিলা অতিথিদের ডান্সের কিছু ক্লিপিং ছিল। কোয়ারেন্টাইন অগ্রাহ্য করে লকডাউন অমান্য করে মোয়েসের সেই ভিডিও সম্পর্কে পরবর্তীতে অবগত হয় তার ক্লাব।

স্ট্রাইকারের কার্যকলাপে ক্ষুব্ধ এভার্টন এক বিবৃতি জারি করে জানায়, ক্লাব তাদের এক ফুটবলারের আচরণে হতভম্ব। ইতালি ফুটবলার মোয়েস কিনের হাউস পার্টির রিপোর্ট আমাদের কাছে এসেছে। করোনা ভাইরাস সংক্রান্ত ব্রিটিশ সরকারের নির্দেশিকা ও ক্লাবের পলিসি দু’টোই সে লঙ্ঘন করেছে। যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা যেদিন ২০ হাজার ছুঁলো সেদিন মোয়েসের এমন কীর্তিতে তার প্রতি যারপরনাই ক্ষুব্ধ এভার্টন। ঘটনার তীব্র নিন্দা করে ইংলিশ ফুটবল ক্লাবটি জানিয়েছে এমন ঘটনা কোনওমতেই বরদাস্ত করা হবে না। –দ্য সান

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া