adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে ব্যাডমিন্টন প্রশিক্ষণের মাঝেই স্ক্রিনে ভেসে উঠল পর্ন ছবি

স্পোর্টস ডেস্ক : সাতশোরও বেশি কোচেদের নিয়ে চলছিলো অনলাইন প্রশিক্ষণ। হঠাৎই সকলের মুখ লাল। তাবড় তাবড় কোচের স্ক্রিনে তখন ভেসে উঠেছে পর্ন ছবি। গত বৃহস্পতিবার এমনই চূড়ান্ত লজ্জাজনক ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো ব্যাডমিন্টনের অনলাইন প্রশিক্ষণে।
ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ পুলেল্লা গোপীচাঁদের পাশাপাশি ইন্দোনেশিয়ার কোচ অগাস ডি স্যান্টোসো ও নামরি সুরোটো ছিলেন এই প্রশিক্ষণের দায়িত্বে। লকডাউনের কারণে বাড়ি বসেই ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন দেশের বহু কোচ। শুধু তাই নয়, কিছু ছাত্র ছাত্রী ও তার অভিভাবকরাও সেই সময় অনলাইনে উপস্থিত ছিলেন। সকলের সামনেই স্ক্রিনে ভেসে ওঠে পর্ন ছবি। এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। এমনকী পর্ন ছবি কোনওভাবেই স্ক্রিন থেকে সরছে না দেখে লগ আউট করতে বাধ্য হন গোপীচাঁদ। – বর্তমান
তিন সপ্তাহ ধরে চলবে অনলাইনে ব্যাডমিন্টন প্রশিক্ষণ। ৩৯টি বিষয় নিয়ে কোচদের সঙ্গে হবে আলোচনা। কিন্তু এই মহৎ প্রয়াসের তাল কাটল পর্ন ছবি। প্রশিক্ষণে উপস্থিত একজনের কথায়, স্যান্টোসোর বক্তব্যের মধ্যেই আচমকা ওই সমস্ত ছবি ফুটে ওঠে। খানিক পরে আবার। বেশ কয়েকবার স্ক্রিনে ছবিগুলি ভাসতে দেখা যায়। এই অনলাইন প্রশিক্ষণে শিশু ও তাদের অভিভাবকদের পাশাপাশি অনেক মহিলা কোচও উপস্থিত ছিলেন।
আয়োজক সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) ও বাই (ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা) জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্যই এ ঘটনা ঘটেছে। যদিও পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। -আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া