adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ জন্মদিনে শচীনের বার্তা, করোনাকে উইকেট দিতে না চাইলে ঘরের ভেতরে থাকুন

স্পাের্টস ডেস্ক : গোটা দেশ করোনায় জর্জরিত। তাই তিনি আজ, শুক্রবার ৪৭তম জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে শচীন টেন্ডুলকার নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার বাড়ি থেকে। তিনি বলেন, গোটা দেশ গৃহবন্দি, তখন আমি জন্মদিন পালন করব? নো ওয়ে। একই সঙ্গে অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন, বললেন আমি যাতে বড় রান করতে পারি, যেন তাড়াতাড়ি আউট না হয়ে যাই, এ ব্যাপারে যারা শুভেচ্ছা জানিয়ে এসেছেন, তাদের বলবো নিজের উইকেট বাঁচাতে আমাকে অনেক সময় যেমন ক্রিজের ভেতরে দাঁড়িয়ে ব্যাট করতে হয়েছিলো, তেমনই করোনাকে উইকেট দিতে না চাইলে ঘরের ভেতরে থাকুন। প্রাণ বাঁচাতে গৃহবন্দি থাকতেই হবে। পরিস্থিতি খুব খারাপ। কতটা খারাপ, কত খারাপ হতে পারে, এ সম্পর্কে কারও যখন কোনও ধারণা নেই, তখন সরকারের নির্দেশ হুবহু পালন করতেই হবে। খুব চ্যালেঞ্জিং পরিস্থিতি। -আজকাল

শচীন নিজেও মেনে চলছেন লকডাউনে থাকার নিয়ম। ১৬ মার্চ থেকে চৌকাঠের বাইরে যাননি। কাউকে বাড়ির ভেতর আসতেও দেননি। এমনকী বাল্যবন্ধু ও ছায়াসঙ্গী অতুল রানাডেকেও নয়। বললেন, নিয়ম মানছি পুরোপুরি। জন্মদিনেও কাউকে আসতে দেব না। এ এক কঠিন সময়। এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন। এমন উদ্বেগ, অনিশ্চয়তা নিয়ে আগে কোনও জন্মদিন কাটাইনি। -জিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া