adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্যারিয়ারে কয়েকটি সেরা ইনিংস বেছে নিলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে অনেক ইনিংসেই বাংলাদেশের জয়ে অবদান রাখেন সাকিব আল হাসান। এরমধ্যে থেকে তিন সংস্করণে কয়েকটি পছন্দের ইনিংস সম্পর্কে কথা বলেছেন তিনি।
শেষবারের ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান করেন সাকিব। পুরো বিশ্বকাপেই একই ব্যাটে মাঠে নামেন তিনি। সবচেয়ে পছন্দের এই ব্যাটটি নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়।
এই নিলাম চলাকালে ফেসবুকের লাইভে এক ভক্তের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসটি (৯৯ বলে অপরাজিত ১২৪ রান) আমার খুব প্রিয়। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটিও অনেক প্রিয় (১১৯ বলে ১২১ রান)। যদিও ইংল্যান্ডের কাছে আমরা হেরেছি।
তারপরও ব্যক্তিগত দিক থেকে ইনিংসটি ভালো লাগার অবশ্যই। এছাড়া ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংসটিও (ত্রিদেশীয় সিরিজে ৬৯ বলে অপরাজিত ৯২) খুব ভালো ছিল। ’
টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে প্রিয় ইনিংস প্রসঙ্গে সাকিব বলেন, ‘ডাবল সেঞ্চুরির (নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭) কথা তো বলতেই হবে। নিউজিল্যান্ডের মাটিতে ওদের বিপক্ষে এমন ইনিংস খেলতে পারা আমার কাছে খুবই স্পেশাল। টি-টোয়েন্টির কথা বললে অবশ্যই ২০১২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানের ইনিংসটি।’
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে এখনও পর্যন্ত ৩৭৫টি ইনিংসে ব্যাটিং করেছেন সাকিব। সেঞ্চুরি পেয়েছেন ১৪টি, হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ৮০টি।- ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া