adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আকরাম ভাই আমাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিলে তাকে খুন করতেও দ্বিধা করতাম না, বললেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : ম্যাচ ফিক্সিংয়ের কথা উঠলে নিন্দুকরা আঙুল তোলেন পাকিস্তানের দিকে। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার অবশ্য দেশের এহেন দুর্নাম শুনতে ঘৃণা করেন। একাধিক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ থাকলেও ‘রাওয়ালপি-ি এক্সপ্রেস’-এর দাবি, তার সময়ে এই ধরনের প্রস্তাব কেউ দেয়নি। শোয়েবের দাবি, তার সময়ে অধিনায়ক ওয়াসিম আকরাম যদি তাকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিতেন, তাহলে আকরামকে খুন করতেও দ্বিধাবোধ করতেন না তিনি।
শোয়েব বলেছেন, ওয়াসিম আকরাম যদি আমাকে গড়াপেটার প্রস্তাব দিতেন, তাহলে আমি ওকে শেষ করে দিতাম অথবা খুনই করে ফেলতাম। ওয়াসিম ভাই কোনোদিন আমাকে এমন প্রস্তাব দেয়নি। -ডন
পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন শোয়েব। তার সময়ে আকরাম ছিলেন পাকিস্তানের অধিনায়ক। সাবেক অধিনায়কের প্রশংসা করে শোয়েব বলেছেন, আমি নব্বইয়ের দশকে পাকিস্তানের বেশ কয়েকটি ম্যাচ দেখেছি। সেই সব ম্যাচে ওয়াসিম ভাই অসাধারণ বোলিং করে পাকিস্তানকে খারাপ অবস্থা থেকে টেনে তুলেছেন।
ক্যারিয়ারের গোড়ার দিকে আকরাম আগলে রাখতেন শোয়েবকে। পুরনো দিনের কথা তুলে ধরে শোয়েব বলেন, ওয়াসিম ভাইয়ের সঙ্গে সাত-আট বছর আমি খেলেছি। ওয়াসিম ভাই বিপক্ষের টপ অর্ডারের উইকেট নিজে নিয়ে আমাকে চাপমুক্ত করতেন। আমি যাতে চাপ না নিয়ে টেল এন্ডারদের উইকেট তুলে নিতে পারি, সেইভাবেই আমাকে ব্যবহার করতেন। -পাকিস্তান ক্রিকেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া