adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্লাবতে আর্থিক চাপে না ফেলতে চার মাস বেতন নেবেন না রোমা ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় ফুটবল ক্লাবগুলো করোনা ভাইরাসের কারণে খেলা স্থগিত থাকায় বড়ো ক্ষতির মুখেই পড়েছে। এমন কঠিন সময়ে ক্লাবকে আরো বিপদে না ফেলতে আগামী চার মাস বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এএস রোমার খেলোয়াড়রা।

অধিনায়ক এডিন জেকোর নেতৃত্বে দলটি এবং তাদের কোচ পাওলো ফনসেকা এই প্রস্তাব দেন ক্লাবকে। শুধু তাই নয়। করোনার কারণে সাময়িক ছুটিতে থাকা ক্লাবের স্টাফদের পূর্ণ বেতন নিশ্চিত করতে এ সময়ে নিজে থেকেও অর্থ দান করবেন খেলোয়াড়রা। – রোম নিউজ ট্রিবিউন

ক্লাবের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গাকে দেওয়া এক চিঠিতে মাঠে নামার ব্যাপারেও নিজেরা প্রস্তুত বলে জানান রোমা ফুটবলাররা। চিঠিতে বলা হয়, ‘যত শিগগিরই সম্ভব মাঠে নামতে চাই আমরা। নিজেদের লক্ষ্য অর্জনে সেরাটা ঢেলে দিতে চাই। কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বর্তমান জরুরি অবস্থার ফলে অর্থনৈতিক ফলাফলকে মোকাবিলা করতে এতটুকুই যথেষ্ট নয়। ক্লাবের কল্যাণের জন্যে কিছু করার লক্ষ্যেই আমরা এই অর্থনৈতিক প্রস্তাবটা দিয়েছি।’খেলোয়াড়দের এমন উদ্যোগকে সাধুবাদই জানিয়েছে রোমা কর্তৃপক্ষ। -ইতালিয়ান ট্রিবিউন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া