adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৪০ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। দেশটির জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮১ জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা ৪০ হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, তাদের দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে ৫০০’র বেশি মানুষ মারা যাচ্ছেন।

চীন থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটা বিশ্বে সোমবার সকাল পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৪ লাখ ২০ হাজার ৭৬ জন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, টানা দ্বিতীয় দিন চীনে কোনো মৃত্যু হয়নি। তবে ১৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৯৬ জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা এখন ১৬ হাজার ৬০।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রবিবার বিকেলে জানানো হয়েছে, দিনভিত্তিক মৃত্যুর হিসাবে সংখ্যা কিছুটা কমছে। ভুক্তভোগীদের অধিকাংশের বয়স ৩৪ থেকে ১০৪।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানানো হয়েছে, ব্রিটেনে মোট ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে সামনের কয়েক সপ্তাহে!

স্পেনে কভিড-১৯ রোগে মারা গেছেন ২০ হাজার ৪৫৩ জন, ইতালিতে ২৩ হাজার ৬৬০ জন।

ইরানে ৫ হাজার ১১৮ জন মারা গেলেও দেশটি লকডাউন তুলে দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে বিবিসি!

রবিবারের হিসাব অনুযায়ী, বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩১২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া