adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘দু’জনই অসাধারণ খেলোয়াড়, মাঠে ম্যারাডোনা অশান্ত আর মেসি শান্ত’

স্পোর্টস ডেস্ক : দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির খেলার পার্থক্য করতে বললে আপনি কোন বিষয়টির কথা বলবেন? দুই প্রজন্মের দুই ফুটবলার নিয়ে দর্শকরা যে মন্তব্যই করুণ না কেন সেটি হবে অনুমান নির্ভর। কিন্তু এমন একজন এই দুই আর্জেন্টাইনের পার্থক্য করলেন, যিনি দুজনকেই খুব কাছ থেকে খেলতে দেখেছেন।

তিনি মেক্সিকোর সাবেক ফুটবলার ও বর্তমান লেগানেস কোচ হ্যাভিয়ের আগুয়েরে। এই ৬১ বছর বয়সী খেলোয়াড় হিসেবে ম্যারাডোনাকে পেয়েছেন। এখন কোচ হিসেবে মাঠে দেখছেন মেসিকে। তার চোখে মাঠে ম্যারাডোনা প্রচুর অশান্ত ছিলো। লিওনেল মেসি যার সম্পূর্ন বিপরীত। – ইএিসপিএন

আগুয়েরে বলেন, আমি ম্যারাডোনার বিপক্ষে চারবার খেলেছি। সে অসাধারণ একজন খেলোয়াড়। তবে তাদের (মেসি ও ম্যারাডোনা) মধ্যে বড় পার্থক্য রয়েছে। ম্যারাডোনা মাঠে অনেক কথা বলতো। সেটা নিজের সতীর্থের সঙ্গে বা রেফারির সঙ্গে। তবে মেসি তেমন নয়।

মেসিকে খুবই শান্ত উল্লেখ করে আগুয়েরে বলেন, মেসি খুব শান্ত ছেলে। খুবই সাধারণ। আপনি তাকে বল দিন…। কখনোই দেখবেন না কোচের সঙ্গে বা রেফারির সঙ্গে সে চিৎকার করছে। এমনকি আপনি যদি তাকে আঘাতও করেন। ম্যারাডোনা ছিল আলাদা চরিত্রের।
আগুয়েরে আরো বলেন, দুজনেই অসাধারণ। আপনি দুজনকেই মাঠে খেলতে দেখতে ভালোবাসবেন। এমনকি যদি তারা আপনার প্রতিদ্বন্দ্বীও হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া