adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে বাংলাদেশি কূটনীতিক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : মদিনা শহরে চার হাজার শ্রমিকের করোনাভাইরাসের পরীক্ষার দায়িত্ব পালন করা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের শ্রম কাউন্সিলর করোনায় আত্রান্ত হয়েছেন। দেশের বাহিরে কূটনীতির দায়িত্বে থাকা ঢাকার কোনো কর্মকর্তার করোনা আক্রান্তের ঘটনা এটাই প্রথম।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, বাংলাদেশ মিশন জেদ্দায় কর্মরত কাউন্সিলর (লেবার ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশি ৪ হাজার শ্রমিককে করোনা ভাইরাস পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে তিনি মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেন।

এই কূটনীতিক জেদ্দায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় উল্লেখ করা হয়।

এই কূটনীতিকের করোনা শনাক্তের সংবাদে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া