adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তানকে সামন পয়েন্ট দেয়ায় পিসিবি চেয়ারম্যান বললেন, আইসিসির এই সিদ্ধান্ত মেনে নেয়া হবে না

স্পাের্টস ডেস্ক : বিশ্ব এখন করোনা ভাইরাসের কড়াল গ্রাসে। যে কারণে স্থগিত রয়েছে সব ধরনের খেলাধুলা। এই মহামারীতে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান সিরিজ মাঠে না গড়ানোয় এ দুই দলকে ৩ পয়েন্ট করে দিয়েছে আইসিসি। ফলে ২৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে গেছে ভারত।

পাকিস্তানকে ১৯ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে ওঠার অপেক্ষায় থাকতে হচ্ছে। বাছাইপর্ব খেলেই বিশ্বকাপের টিকিট অর্জন করতে হবে তাদের। পয়েন্ট বণ্টনের কারণে আইসিসির এ সিদ্ধান্তে হতাশ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের আশা ছিল ২০১৬ সালের ঘটনাই পুনরাবৃত্তি হবে। সেদিকেই যাচ্ছিল ঘটনাটি।

ওই বছরের মতো এবারও পাকিস্তানের সঙ্গে খেলতে নারাজ ছিলো ভারত। খেলা হলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে খেলার টিকিট কাটতে পারতেন পাক নারীরা। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে দেয়ায় আশায় গুঁড়েবালি হলো তাদের। – জিওসুপার টিভি

আইসিসির এমন সিদ্ধান্তে হতাশ হয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, এটা মেনে নেয়া যায় না। ভারতের সঙ্গে সিরিজ খেলতে আমাদের আপত্তি ছিল না। তবে পয়েন্ট ভাগাভাগি হলো কেন? এখন বোর্ডের প্রধান নির্বাহী, লিগ্যাল ডিপার্টমেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টা নিয়ে পর্যালোচনা করবো আমরা। সেখান থেকে একটা জায়গায় একমত হলে আমরা আনুষ্ঠানিক মন্তব্য করবো।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সিরিজটি গত বছরের জুলাই থেকে নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিলো। কিন্তু ভারত খেলতে রাজি না থাকায় এ বছরেও মাঠে গড়ায়নি সিরিজটি। এরপরই করোনার হানায় সব স্থগিত হয়ে যায়।

এদিকে ভারত ছাড়াও নারী বিশ্বকাপ নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী বছর নিউজিল্যান্ডে ৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করতে হবে পাকিস্তানকে। -ইএসপিএন ক্রিকইনফো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া