adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিডিয়া বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৮ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, নতুন করে আরও আরও ৯ জন সুস্থ্য হয়েছেন। এ নিয়ে মোট ৫৮ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ লাখ ৫৭ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৪৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ লাখ ৫৩ হাজার ৬০৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৭৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৮৩৮ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া