adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক : অনেক অপেক্ষার পর শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো ঢাকা প্রিমিয়ার লিগ। ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক ও ব্যবস্থাপক সিসিডিএম বুধবার (১৫ এপ্রিল) দুপুরেই এ সিদ্ধান্ত নিয়েছে।
সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতি খুব জটিল। এরকম অবস্থায় লিগ আয়োজন বা সহসা শুরুর সম্ভাবনা কোনটাই নেই। তাই আমরা ক্লাবগুলোর সঙ্গে কথা বলে লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ এক রাউন্ড হয়েই বন্ধ হয়ে গেছে প্রিমিয়ার লিগ। প্রাথমিকভাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন সাময়িকভাবে বন্ধ হলেও লিগ কোনভাবেই ১৫ এপ্রিলের আগে শুরু হবে না।
সেই ১৫ এপ্রিল। কিন্তু এখনকার অবস্থা আরও জটিল। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেনের মত বাংলাদেশের আনাচে কানাচেতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিন শ’খানেকের ওপর করোনা রোগী শনাক্ত হচ্ছেন। এরকম অবস্থায় লিগ শুরুর প্রশ্নই ওঠে না। কাজেই লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ না করে উপায়ও নেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া