adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবেলায় পিতৃভূমি আলজেরিয়ার পাশে জিনেদিন জিদান

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদানকে ওই দেশের নাগরিক বলেই অনেকে জানেন। জম্ম সূত্রে ফ্রান্সের নাগরিকও বটে। কিন্তু জিদানের বাবা-মা আলজেরিয়ার। স্বাভাবিকভাবেই আলজেরিয়ার প্রতি আলাদা টান অনুভব করেন রিয়াল মাদ্রিদের কোচ। এবার করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সেই পিতৃভূমির পাশে দাঁড়ালেন ফরাসি কিংবদন্তি।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আলজেরিয়ার বেয়াইয়া নামক অঞ্চলের একটি হাসপাতালকে নিজ ফাউন্ডেশনের মাধ্যমে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করেছেন জিদান। উত্তর আফ্রিকার দেশটির এই অঞ্চলেই বাস করতো জিদানের পরিবার। ১৯৫৩ সালে তারা ফ্রান্সে পাড়ি জমান। -লা ট্রিবিউন ফ্রান্স
জিদান ও তার বাবা কর্তৃক পরিচালিত ফাউন্ডেশনটি বেয়াইয়া অঞ্চলের হাসপাতালে করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিট, ভেন্টিলেটর, মনিটর ও অন্যান্য চিকিৎসা সামগ্রী দান করেছে।
আফ্রিকা মহাদেশের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আলজেরিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭০০ এবং মৃতের সংখ্যা দুই শতাধিক। -সেন্টার প্রেস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া