adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্টেডিয়াম কর্তৃপক্ষের অনুমোতি ছাড়াই লকডাউন ভেঙে অনুশীলন করলেন রোনালদো, জবাব নেই সিআর সেভেনের মুখে

স্পাের্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো বাড়ির ছাদ বা আঙিনায় বান্ধবীকে সঙ্গী করে শরীর চর্চা করছেন। করোনাভাইরাসের এই লকডাউনের সময়ে নিয়মকানুন মেনে সেটি করতেই পারেন। এতে কারোই আপত্তি ছিলো না। কিন্তু দিন তিনেক আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যাতে দেখা যাচ্ছে রোনালদো যে লকডাউন ভেঙে মাঠেও নেমেছিলেন অনুশীলন করতে।

জুভেন্টাসে দানিয়েলে রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই ইতালি ছেড়ে নিজ দেশ পর্তুগালের মাদেইরাতে চলে যান রোনালদো। সম্প্রতি সেখানেই এক ট্রেনিং গ্রাউন্ডে বল পায়ে প্র্যাকটিস করেছেন সিআর সেভেন। যার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে সমালোচনা।- মার্কা
গত বৃহস্পতিবার সকালে অত্যন্ত গোপনে মাদেইরা স্টেডিয়ামে রোনালদো প্র্যাকটিস করতে যান। এটি রোনালদোর ক্যারিয়ারের ছোটবেলার স্টেডিয়াম। এখান থেকেই তিনি পেশাদার ফুটবলারের জগতে পা রাখেন।

মাঠে গিয়ে পোস্টের সামনে গোলকিপারকে দাঁড় করিয়ে গোলে শট নিয়েছেন রোনালদো। তার সঙ্গে মাঠ কর্তৃপক্ষের কয়েকজনকে কথাও বলতে দেখা যায়। রোনালদো নাকি এভাবে অনুশীলনের জন্য অনুমতিই নেননি। – স্পোর্টস ডেইলি এ বোলা

এদিকে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন। মুখে মাস্ক পড়া দুটি ছবি পোস্ট করেন তিনি। মাস্ক দুটির একটি ছিল তার নিজ দেশ পর্তুগালের পতাকার আদলে। অন্যটি যে দেশের লিগে খেলেন তিনি, সেই ইতালির পতাকার আদলে। – ডেইলি স্পোর্টস ও জোগো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া