adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লন্ডনে লকডাউন ভেঙে অনুশীলন করায় পুলিশি ঝামেলার মুখে টটেনহ্যাম কোচ মরিনহো

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারিতে ইংল্যান্ড জুড়ে চলছে লকডাউন। আর লন্ডন শহরেই কিনা লকডাউন ভেঙে অনুশীলন করলেন টটেনহ্যাম হটস্পার ফুটবলাররা। ক্লাবটির প্রধান কোচ হোসে মরিনহোও ছিলেন তাদের সঙ্গে। এ কারণে পুলিশ ঝামেলায় পড়তে যাচ্ছেন তিনি।- দ্য সান

মঙ্গলবার উত্তর লন্ডনের ‘হ্যাডলি কমন’ পার্কে দৌড়াতে দেখা গেছে টটেনহ্যামের তিন ফুটবলারকে। একটি ভিডিওতে দেখা গেছে দৌড়ানোর সময় তাদের মধ্যকার দূরত্ব ৬ ফুটের চেয়ে কম ছিলো। তাছাড়া খেলোয়াড়দের যখন দিক নির্দেশনা দিচ্ছিলেন মরিনহো তখন ১ গজের মধ্যেই ছিলেন সবাই।

ওই তিন ফুটবলারের একজন হলেন ট্যাঙ্গাই এনদম্বেলে। বাকি দুজন ডেভিনসন সানচেজ-রায়ান সেসেজনন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্য আরেকটি ভিডিওতে দেখা গেছে সানচেজ-সেসেগনন প্রায় গায়ে গা ঘেঁষে দৌড়াচ্ছেন। কিন্তু সরকারি নির্দেশ হল কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টটেনহ্যাম কর্তৃপক্ষ। – ডেইলি মেইল

টটেনহ্যাম হটস্পার ক্লাবের একটি ঘনিষ্ট সূত্র জানায়, তারা কেবল ফ্লপ এনদম্বেলের ফিটনেস সেশন করার জন্যই গিয়েছিলো পার্কে। ইংল্যান্ডের সার্বিক পরিস্থিতি খুবই নাজুক। প্রতিদিন সেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

এমন পরিস্থিতিতে লকডাউন ভাঙায় টটেনহ্যামের সমালোচনা করেছেন ইংল্যান্ডের অন্যান্য ক্লাবের সমর্থকরা। এক আর্সেনাল ভক্ত লিখেন, ‘স্পারস খেলোয়াড় ও ম্যানেজার হ্যাডলি কমনে আজ অনুশীলন করলো। এতে সত্যিকার অর্থে তাদের কোনো লাভ হয়নি। – ইন্ডিয়ান এক্সপ্রেস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া