adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হল অফ ফেমে’ জায়গা করে নিলেন কোবে ব্রায়ান্ট

স্পোর্টস ডেস্ক : বাস্কেটবলের ক্যারিয়ারে ২০ বছর কাটিয়েছেন ঘরের দল লস অ্যাঞ্জেলেস লেকার্সে। এই ক্লাবের হয়ে পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন হয়েছেন ব্রায়ান্ট। দুইবার ফাইনালে জিতেছেন মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের খেতাব। একবার বাস্কেটবল লিগের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ও হয়েছেন ব্রায়ান্ট। অবসরের আগে হয়েছিলেন বাস্কেটবলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ স্কোরার।
এতো সব অর্জনের মালিক ব্রায়ান্ট চলতি বছরের ২৬ জানুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এ সময়ে তার বয়স হয়েছিল ৪২ বছর। – নিউ ইয়র্ক পোষ্ট

আমেরিকার ইতিহাস সংরক্ষণকারী জাদুঘর প্রতিবছর ‘নাইস্মিথ মেমোরিয়াল বাস্কেটবল’ মরণোত্তর হল অফ ফেম প্রদান করে থাকে। মাত্র দুই মাস আগে মারা যাওয়া ব্রায়ান্ট এতো কম বয়সেই হল অফ ফেমে জায়গা করে নেওয়ার তালিকায় চলে আসেন। আর প্রথমবারই তাকে হল অফ ফেমে জায়গা দেয় জাদুঘরটি। – দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল

৪ এপ্রিল এবারের হল অফ ফেমের তালিকা প্রকাশ করে তারা। এই বছরের ২৯ আগস্ট তারা এটি সন্নিবেশন করবে নিজেদের জাদুঘরে। আর এর সার্টিফিকেট তুলে দিবে ব্রায়ান্টের স্ত্রী ভ্যানেসার হাতে। স্বামীর এমন অর্জনে গর্বিত ভ্যানেসা, ‘এটা তার জন্য অবিশ্বাস্য সম্মানের। আমরা তার জন্য গর্বিত। সে যেখানে আছে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ উদযাপন করছে আশা করি। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া