adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা মোকাবেলায় সচেতনতা তৈরিতে ক্রীড়া ব্যক্তিত্বদের এগিয়ে আসার আহবান নরেন্দ্র মোদির

স্পাের্টস ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, লিটল মাস্টার শচীন টেন্ডুলকার, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিসহ দেশবরেণ্য ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে তাদের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার টেলিকনফারেন্সে ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সংবাদ সংস্থা আইএএনএসকে কয়েকটি সূত্র জানিয়েছে, করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী কীভাবে আরও সচেতনতা তৈরি করা যায় এ নিয়ে কথা হয়েছে।- কলকাতা টোয়েন্টি ফোর

প্রধানমন্ত্রী কেবল ক্রিকেটারদের সঙ্গেই আলোচনা করেননি, অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গেও আলোচনা করেছেন। নিরাপদে ও ঘরের ভেতর থাকার বার্তা জনসাধারণের নিকট আরও এগিয়ে নেওয়ার নিশ্চয়তা বিধানই ছিল আলোচনার মূল বিষয়। ক্রীড় ব্যক্তিত্বরা এরই মধ্যে যে ধরনের সচেতনতা তৈরি করেছেন তার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, সবাই মিলেই এই যুদ্ধে লড়তে হবে। ভক্ত সমর্থকদের দোরগোড়ায় গিয়ে সচেতনতা তৈরির জন্য ক্রীড়া ব্যক্তিত্বদের বিকল্প নেই। -আজকাল

প্রধানমন্ত্রীর সঙ্গে এই টেলিকনফারেন্সে যুক্ত ভারতের শীর্ষ পর্যায়ের ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্ব। তাতে অংশ নেন, পিটি ঊষা, পুল্লেলা গোপীচাঁদ, বিশ্বনাথন আনন্দ, হিমা দাস, বজরং পুনিয়া, পিভি সিন্ধু, রোহিত শর্মা, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং ও চেতেশ্বর পূজারার মতো তারকারাও।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো ভারতবাসীই যে এক তা জানাতে একটি উপায়ও বাতলে দেন মোদি। ৫ এপ্রিল আমরা করোনাভাইরাসের অন্ধকারকে চ্যালেঞ্জ জানাবো একসঙ্গে। ৫ এপ্রিল রাত নয়টার সময় আমি আপনাদের নয় মিনিট চাই। ঠিক রাত নয়টায় আপনার বাড়ির সব টিউব লাইট বন্ধ করে দিন। আপনার দরজায় দাঁড়িয়ে নয় মিনিট প্রদীপ, মোমবাতি, টর্চ, ফ্ল্যাশলাইট জ্বালান। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া