adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ইস্যুতে কর্মচারী ও গ্রাউন্সম্যানদের আর্থিক সহায়তা দিবে বিসিবি, বললেন নিজাম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : বেশিরভাগ ক্রিকেটারদের আয়ের অনেক উৎস থাকে। অভাব অনটন খুব একটা ধরা দেয় না তাদের কাছে। তবে স্টেডিয়ামের গ্রাউন্সম্যান ও পিওন এবং অন্যান্য কর্মচারী যারা আছেন, তারা নির্দিষ্ট একটা বেতন পান বিসিবি থেকে। দেশে করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়েছেন এসব কর্মচারীরা। তাদের এই দুঃসময়ে পাশে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, আপনারা জানেন আমরা পুরুষ ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছি। এবার গ্রাউন্ডসম্যান, পিওনসহ আরো যারা নিম্ম আয়ের আছেন তাদের জন্যও আর্থিক সহযোগিতার পরিকল্পনা করছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। নিলে আপনাদের জানিয়ে দেয়া হবে।

সহায়তা দেয়া অর্থের পরিমাণ কতো হতে পারে? এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেন, উল্লেখযোগ্য তেমন নয়। আমরা জানতে পেরেছি করোনা ভাইরাসের কারণে নিত্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতা দেয়া হবে।
এর আগে চুক্তির বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়ার কথা জানায় বিসিবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া