adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটারদের জন্য ৬১ মিলিয়ন পাউন্ড প্রণোদনা ঘোষণা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসে ইতোমধ্যে বিশ্বে ৪২ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এ অবস্থায় বন্ধ রয়েছে সবধরনের ক্রিকেট। একপ্রকার বন্দী অবস্থায় কাটছে ক্রিকেটারদের সময়। মাঠে খেলা না থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। ফলে ফুটবলের মতো ক্রিকেটেও খেলোয়াড়দের বেতন কাটা হবে- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই।

কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। করোনার কারণে ক্রিকেটের যে ক্ষতি হবে, তা পুষিয়ে নিতে নিজেদের ফান্ড থেকে ৬১ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬৩৬ কোটি টাকার বেশি) ‘সাহায্য প্যাকেজ’ হিসেবে ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

এই বিশাল অঙ্কের প্যাকেজ ঘোষণা করে বর্তমান পরিস্থিতিকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন। একইসঙ্গে তিনি জানিয়েছেন এই ৬৪২ কোটি টাকা কোথায় কীভাবে খরচ হবে।

প্রাথমিকভাবে ৪০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪১৭ কোটি টাকা) সাহায্য দেবে ইসিবি। যা দিয়ে দেখভাল করা হবে প্রতিযোগিতামূলক ক্রিকেট। এরপর বিনোদনমূলক ক্রিকেটের জন্য আরো ২১ মিলিয়ন পাউন্ডের (প্রায় ২১৯ কোটি টাকা) জোগান দেয়া হবে বোর্ডের পক্ষ থেকে।

টম হ্যারিসন শঙ্কা প্রকাশ করেছেন যে, করোনাভাইরাসের কারণে যদি ইংলিশ সামারের বড় একটা সময় নষ্ট হয়ে যায়, তাহলে সামনে আরো দুঃসময় অপেক্ষা করছে। তবে আপাতত বর্তমান পরিস্থিতি মাথায় রেখে কিছু নির্দেশনাও দিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী। -ইসিবি ওয়েবসাইট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া