adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিপর্যস্ত ইতালিতে ১০১ বছরের বৃদ্ধের করোনা জয়

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালির চারদিকে দুঃসংবাদের মধ্যে একটি ভালো খবর পাওয়া গেছে। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০১ বছর বয়সী এক ইতালিয়ান।

জানা গেছে, ১০১ বছরের ওই বৃদ্ধের নাম মিস্টার পি। বাড়ি ইতালির রিমিনিতে। সুস্থ হওয়ার পর ইতোমধ‌্যে পরিবারের লোকজন তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছেন।

রিমিনির ভাইস মেয়র গ্লোরিয়া লিসি স্থানীয় সংবাদমাধ্যমে শনিবার (২৮ মার্চ) জানিয়েছেন, ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন পি। গত সপ্তাহেই তার শরীরে COVID-19 এর উপস্থিতি ধরা পড়ে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ‌ হয়ে বাড়ি ফিরেছেন।

লিসি আরও বলেন, ‘রোজ ঘুম থেকে উঠে খারাপ খবর শুনি। করোনাভাইরাসের কবলে প্রাণ হারাচ্ছেন মূলত বয়স্ক মানুষজনই। এর মধ‌্যে ১০১ বছরের কেউ এ রোগে আক্রান্ত হয়েও সুস্থ হলেন। এটা সত্যিই খুশির খবর। গোটা দেশে আমরা এখন আশার আলো দেখছি।’

প্রসঙ্গত, ইতালিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জন। মারা গেছেন ১০ হাজার ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৩ হাজার ৩৮৪ জন।

শনিবার (২৮ মার্চ) দেশটিতে এক দিনেই প্রাণ হারিয়েছেন ৮৮৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯৭৪ জন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৩৪ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া