adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল-কলেজ,শপিং মল ও শিল্প প্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্কুল-কলেজ বন্ধের বন্ধের বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৪ মার্চ) সকালে শিশু হাসপাতালে হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক জানান, করোনাভাইরাস প্রতিরোধে শপিং মল ও শিল্প প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে রোববার বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। ইতালি থেকে ফেরাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। হোম কোয়ারেইন্টাইন উপেক্ষা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৩ কোটি শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের খবর নেই বলে এখনই স্কুল-কলেজ বন্ধ করে আতঙ্ক বাড়ানোর প্রয়োজন নেই। এখনই স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। পরিস্থিতি সৃষ্টি হলে অবশ্যই সেটা করা হবে।’

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনাভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করার আগে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হলেও দুজন সুস্থ হয়েছেন এবং অপরজনের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, শনিবার পর্যন্ত এ রোগে বিশ্বব্যাপী ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৫৩১ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ৬৭ হাজার ৮৪৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া