adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বন্ধ হয়ে গেলো বিশ্বের যে সব খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস এখন পর্যন্ত ১৪৮টি দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৬ হাজার মানুষ। মহামারি রূপ নেয়া করোনার থাবা বিশ্বের ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, কার রেসিংসহ জনপ্রিয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থমকে দিয়েছে এই মরণভাইরাস।

ফুটবল: করোনার উৎপত্তিস্থল চীনের ঘরোয়া ফুটবল লিগ স্থগিত হয় প্রথমে। এরপর জাপান ও কোরিয়ান লিগও বন্ধ করে দেয়া হয়। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিয়ান সিরি আ লিগ স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান, ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের পরবর্তী ম্যাচ স্থগিত করা হয়। বিবিসি নিশ্চিত করেছে এই খবর।
অ্যাথলেটিকস: বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ১৩ থেকে ১৫ই মার্চ। এই বছর আর অনুষ্ঠিত হচ্ছে না আসরটি। আমস্টারডাম, প্যারিস ও বার্সেলোনা ম্যারাথনও স্থগিত।

ফর্মুলা ওয়ান (কার রেসিং) : ফর্মুলা ওয়ান মৌসুম শুরুর আসর অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রি শুরু হওয়ার কথা ছিল ১৫ই মার্চ। করোনার কারণে প্রতিযোগিতাটি বাতিল করা হয়েছে। বাহরাইনের মানামায় ২২শে মার্চের দ্বিতীয় ফর্মুলা ওয়ান রেসে কোনো দর্শক থাকবে না। ১৯শে এপ্রিল চীনের সাংহাইয়ের পরবর্তী গ্রা প্রিও স্থগিত করা হয়েছে।

টেনিস: ক্যালিফোর্নিয়ায় বিএনপি পারিবাস ওপেন বাতিল হয়ে গেছে। ভেস্তে গেছে এপ্রিল ও মে মাসে চীনে শি’য়ান ওপেন ও কানমিং ওপেনও।
বক্সিং: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের অলিম্পিক বক্সিং বাছাই চীন থেকে জর্ডানে সরিয়ে নেয়া হয়েছে।
এনবিএ : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন ১১ই মার্চ জানায়, পরবর্তী ঘোষণা পর্যন্ত স্থগিত থাকবে এনবিএ’র সকল ম্যাচ।
রাগবি: গতকাল ফ্রান্সের রাগবি ফেডারেশন করোনার কারণে তারা সকল প্রতিযোগিতা বন্ধ করে দেয়ার খবর নিশ্চিত করেছে। এপ্রিল-অক্টোবর পর্যন্ত বিশ্ব রাগবি সেভেন সিরিজ বন্ধ থাকবে।
মটোজিপি : কাতারে প্রথম দুই রাউন্ড শুরু হওয়ার কথা ছিলো ৮ মার্চ, হয়নি। থাইল্যান্ডে ২২ মার্চের রেসও স্থগিত করা হয়েছে।
টেবিল টেনিস: দক্ষিণ কোরিয়ার বুসানে বিশ্ব চ্যাম্পিয়নশিপ মার্চ থেকে জুনে সরিয়ে নেয়া হয়েছে। স্থগিত করা হয়েছে ২১-২৬শে এপ্রিলের জাপানের ওয়ার্ল্ড ট্যুরও।
গলফ: থাইল্যান্ডে হোন্ডা এলপিজিএ ইভেন্ট এবং সিঙ্গাপুরে এইচএসবিএস ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বাতিল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মায়াব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপ ও চায়না ওপেন স্থগিত করা হয়েছে।
সাইক্লিং: দুজন ইতালিয়ান প্রতিযোগীর করোনা ধরা পড়ার পর আরব আমিরাত ট্যুরের চূড়ান্ত দুটি স্টেজ স্থগিত করা হয়েছে।
জুডো: এপ্রিলের শেষ দিকে অলিম্পিক বাছাই পর্ব শুরুর কথা ছিল। তবে আন্তর্জাতিক জুডো ফেডারেশন সেটি বাতিল করেছে।
ভারোত্তোলন: ভারোত্তোনের এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা চিল ১৬-২৫শে এপ্রিল উজবেকিস্তানে। সেটিও হচ্ছে না।
কুস্তি: এশিয়ান অলিম্পিক বাছাই ইভেন্ট শুরুর কথা ছিল ২৭-২৯শে মার্চ চীনের শিয়ান শহরে। সেটি কিরগিজস্তানের বিশকেকে সরিয়ে নেয়া হয়েছিল। তবে ২৯শে ফেব্রুয়ারি নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কিরগিজস্তান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া