মুজিববর্ষে আসছে পরিবেশবান্ধব জলবায়ু বাস
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি পরিবেশবান্ধব জলবায়ু বাস চালু করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় এ বাসের উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সচিবালয়ের দক্ষিণে ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কর্তৃক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে অবহিতকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ডিজিটাল এলইডি ডিসপ্লে, মোবাইল থ্রিডি সিনেমা সিস্টেম, ইন্টারএকটিভ কেআইওএসকে, সোলার প্যানেলস্ ফর গ্রিন এনার্জি, ওয়াইফাই ও জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য সম্বলিত আর্কাইভসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বিশেষ এ বাসটিতে।