adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুকুর খনন শিখতে উগান্ডা- এমনিতেই নিউজ হয় না : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কর্মকর্তাদের দলবেঁধে ‘অহেতুক’ দেশ সফর এবং নানা অনিয়ম নিয়ে চটেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ বিষয়ে হুঁশিয়ারিও দিলেন তিনি।

মন্ত্রী বলেন, এমনিতেই তো আর নিউজ হয় না, বালিশকাণ্ড বলে নামও হয়ে গেল। এটার মধ্যে (বালিশকাণ্ড) কিছু না কিছু ছিল। এই যে পুকুর খনন শেখার জন্য উগান্ডা যাবে না কোথায় যাবে, এগুলো এমনিতেই নিউজ হয়নি। অদ্ভুত ব্যাপার। বিদেশে বেড়ানোর নামে আমরা যা করি, মানুষের নজরে এগুলো থাকে।

সোমবার (৯ মার্চ) ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (পিআিইএমএস) অব আইএমইডি’ বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, কর্মকর্তারা যে দলবেঁধে বিদেশে যায়, সাতজন-আটজন-দশজন করে, আমার মনেও এগুলো নিয়ে প্রশ্ন আসে। যেমন লেখা থাকে স্টাডি ট্যুর, তিন দিনের স্টাডি ট্যুর, যেতে দেড় দিন, আসতে দেড় দিন। ঘুমই তো ভাঙে না গিয়ে, নিস্তেজ হয়ে যায়, কীভাবে কী দেখে, কী শেখে, এগুলো নিয়ে আমার প্রশ্ন রয়েছে। বোকা বানানোর দিন শেষ।

এম এ মান্নান বলেন, বাংলাদেশে একটা প্রবণতা বেড়েছে; খালি বিল্ডিং আর বিল্ডিং। প্রকল্প সাত তলা, ১০ তলা, ২০ তলা। ভেতরে কনটেক্সট কী, সেটা বিবেচনা করার প্রয়োজন রয়েছে। প্রকল্প শুধু বিল্ডিংয়ে নয়, প্রকল্প মেধায়, কাজে ও আউটপুটে, তা আমাদের মাথায় রাখতে হবে।

মন্ত্রী প্রকল্পের কেনা-কাটা করার বিষয়েও সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন।

১৪তম ব্যাচের এ প্রশিক্ষণে ৩০ জনের অধিক প্রকল্প পরিচালকের মধ্যে অল্প কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। বাকিরা তাদের অধস্তন কর্মকর্তাদের পাঠিয়েছেন। মন্ত্রী এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া