adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের জেলা জজকে প্রত্যাহারের সিদ্ধান্ত কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ডেস্ক রিপাের্ট : দুর্নীতির মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের জেলা সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীকে জামিন না পিরোজপুরের জেলা জজ প্রত্যাহার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ (বুধবার) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিক উল হাকিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে সকালে বিষয়টি আলাদাভাবে হাইকোর্টের নজরে আনেন আইনজীবী শিশির মুহাম্মদ মনির ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।এর পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বলেন, কী হয়েছে আমরা জানি না। প্রধান বিচারপতি জিএ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) কমিটির প্রধান। তিনি বিচার বিভাগের অভিভাবক। আপনারা তার দৃষ্টি আকর্ষণ করুন।

এদিকে, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একই বিষয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন।

পরে ব্যারিস্টার সুমন বলেন, ‘চার ঘণ্টার মধ্যে জেলা জজকে স্ট্যান্ড রিলিজ করা হয়। রিলিজ করে তার অধীন একজন যুগ্ম জেলা জজকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সারাদেশে যারা জেলা জজ আছেন, তারা মানসিকভাবে কী চিন্তা করছেন? এটা হাইকোর্টের নজরে এনেছি। আদালতকে বলেছি, প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যতটুকু পারা যায়। তার সেই চেষ্টার মধ্যে এটা (পিরোজপুরের বিচারককে প্রত্যাহার) কি একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে না? এটা সরকারকে কি বিব্রত করছে না? আমি বলেছি, এটা আপনারা (হাইকোর্ট) ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করলে করতে পারেন। তখন আদালত রিট মামলা করতে বললেন।
এর আগে গতকাল (মঙ্গলবার) দুর্নীতির মামলায় অভিযুক্ত পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বদলি করার আদেশ পাঠানো হয় আইন মন্ত্রণালয় থেকে।

শুধু তাই নয়, বিকেলেই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা যুগ্ম জেলা জজ নাহিদ নাসরিনের দ্বিতীয় আদালত থেকে এদেরকে জামিন দেয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, পিরোজপুরের নাজিরপুর থানার সামনে সরকারি খাস জমি দখল করার অভিযোগ এনে গত বছরের ৩০ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আলী আকবর বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় তিনটি মামলা করেন। একটি মামলায় তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া