adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ রোববার জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭৩তম ওয়ানডে খেলবে

নিজস্ব প্রতিবেদক : সব ফরম্যাট মিলিয়ে দুই দল একমাত্র টেস্ট দিয়ে শততম ম্যাচ খেলে ফেলেছে মিরপুর স্টেডিয়ামে। ইনিংস ব্যাবধানে জিম্বাবুয়েকে হারিয়ে আত্মবিশ্বাসের দোলায় টাইগাররা। এবার মিশন ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উভয় দলের মধ্যে রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু দুপুর ১টায়। গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে।

পরিসংখ্যান বলছে, একদিনের ক্রিকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের পাল্লা ভারী। ১৯৯৭ সালে প্রেসিডেন্ট কাপে ত্রিদেশীয় সিরিজে কেনিয়ার জিমখানা স্টেডিয়ামে প্রথম জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। দুই দলের সবশেষ লড়াই ছিলো ২০১৮ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ৭২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে লাল-সবুজ দলের জয় ৪৪টিতে আর বাকি ২৮ ম্যাচ জিতেছে আফ্রিকার দেশটি।

মাশরাফির নেতৃত্বাধীন দলটি কেমন পারফরমেন্স করবে এনিয়ে সমালোচনার কমতি নেই ক্রিকেট মহলে। একমাত্র টেস্টে ইনিংস ব্যাবধানে জিম্বাবুয়েকে হারালেও ওয়ানডে সিরিজে জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে কীনা তা নিয়েই সরব আলোচনা। কেননা, অতীত বলছে ধারাবাহিকতায় হোঁচট খাওয়ার কথা।

তবে মাশরাফি হাল ছাড়তে নারাজ। সাত মাস পর সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, আমাদের উপর অনেক প্রত্যাশা ক্রীড়া প্রেমীদের। তাই সিরিজের প্রতিটি ম্যাচই আমাদের চিন্তা-ভাবনা করে খেলতে হবে। মাশরাফি তার সেরা সময় পেছনে ফেলে এসেছেন অনেক আগেই। সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। সেটা নিজেও ভালো করে জানেন। তার পরেও তিনি সিরিজ জয়ের লক্ষ্যে সতীর্থদের নিয়ে যার পরনাই লড়বেন বলে জানালেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া