adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, ‘সবুজ পিচ’ দেখে কাঁপুনি ধরতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের

স্পাের্টস ডেস্ক : বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছে ভারত৷ মাত্র সাড়ে তিন দিনেই বিরাটবাহিনীকে গুড়িয়ে দেয় কিউই বোলাররা৷ প্রথম টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর দ্বিতীয় টেস্টের পিচ দেখে কপালে ভাঁজ পড়তে পারে ভারতীয় ব্যাটসম্যানদের৷ হ্যাগলে ওভালে’র সবুজ বাইশ গজের ছবি পোস্ট করল বিসিসিআই।

শনিবার থেকে ক্রাইশ্চার্চে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। এই টেস্টে হার মানেই ওয়ান ডে সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হবে ভারত। বেসিন রিজার্ভের বাইশ গজের প্রথম দিন সবুজ আভা থাকলেও পরের দিকে ব্যাটসম্যানরা সাহায্য পায়। প্রথম ইনিংসে ভারত দু’শোর রানের গ-ি ছুঁতে না-পারলেও প্রথম ইনিংসে ৩৪৮ রান তোলে নিউজিল্যান্ড৷ তৃতীয় ইনিংসে ভারতীয় দল ফের ব্যর্থ হয়৷ মাত্র ১৯১ রান তোলে বিরাটবাহিনীও।

টেস্ট শুরুর দু’দিন আগে হ্যাগলে ওভালের পিচও লাগছে বেসিন রিজার্ভের মতো৷ বৃহস্পতিবার সবুজ বাইশ গজের ছবি টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বিসিসিআই। তাতে ক্যাপশন দেয় ঝঢ়ড়ঃ ঃযব ঢ়রঃপয৷ এদিন সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে বলেন, সাধারণত ম্যাচের আগে আমি পিচ দেখি না। কিন্তু এখানেও আমরা ওয়েলিংটনের মতো পিচ পাবো। এখানে কিছুদিন আগেই খেলেছে হনুমা বিহারী৷ ও আমাদের বলেছে পিচ অত্যন্ত ভালো৷ পিচে দারুণ পেস ও বাউন্স রয়েছে৷ ম্যাচের প্রথম দিন আমরা দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে৷

বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টে হারের সঙ্গে সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার হারের তিক্ত স্বাদ পেলো ভারত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এর আগে পর্যন্ত কোনও টেস্ট হারেনি কোহলি অ্যান্ড কোং৷ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করলেও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত৷ প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ডুবিয়েছে ভারতকে৷ দুই ইনিংসে একবারও দু’শোর গ-ি ছুঁতে পারেনি কোহলি অ্যান্ড কোং৷

রানের মধ্যে নেই ক্যাপ্টেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা৷ ময়াঙ্ক আগরওয়াল রান পেলেও অপর ওপেনার পৃথ্বী শ-এর ব্যাটে রান নেই৷ তবে পায়ের সমস্যায় ক্রাইশ্চচার্চে নাও খেলতে পারেন মুম্বইয়ের এই তরুণ ওপেনার৷ পা-ফোলা থাকায় এদিন প্র্যাকটিস করতে পারেননি পৃথ্বী। পা-ফোলার কারণ জানতে এদিন রক্ত পরীক্ষা করা হয় পৃথ্বীর। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে পৃথ্বীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পৃথ্বী খেলতে না-পারলে হেগলি ওভালে ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ভারতীয় ইনিংসের সূচনা করেবেন শুভমন গিল। – কলকাতা টোয়েন্টি ফোর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া