adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কোনো খেলোয়াড় নিয়ে আমরা চিন্তিত নই, সংবাদ সম্মেলনে সালমা

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতেই জিতেছে বাংলাদেশ। কিন্তু এবার লড়াইটা অনেক বড় মঞ্চে। টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে। সেখানে ভারত অপ্রতিরোধ্য, শক্তিশালী। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। সোমবার পার্থেও তারা বিজয়ের ঝা-া উড়াতে চায়। কিন্তু বাংলাদেশ অত সহজে ছাড় দেবে না তা সাফ জানিয়ে রেখেছেন অধিনায়ক সালমা খাতুন।

ভারতের কোনো খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ম্যাচটা আমরা দেখেছি। খুবই ভালো ম্যাচ ছিল। ওরা যেটা করেছে আমরা আমাদের খেলা নিয়ে ভাবছি। আমরা আমাদের ম্যাচ বাই ম্যাচ যাব। আমরা বিশ্বকাপ খেলতে এসেছি নিজেদের লক্ষ্য নিয়ে। সেভাবেই এগিয়ে যাবো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন সালমা।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ মুখোমুখি হয়েছিলো পাকিস্তানের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিলো। শেষ হাসিটা হেসেছিলো জানাহারা- রুমানারা। মূল মঞ্চে নামার আগে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগ্রেস শিবিরে।

সালমা বলেন, পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ ছিলো। একটা হয়নি। পাকিস্তানের বিপক্ষে হয়েছে, আমরা ওই ম্যাচ জিতে ভালো পজিশনে গিয়েছি। বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ ছিলো। ওভার অল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবটাই ভালো ছিলো। আমাদের জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিলো। মূল ম্যাচে নামার আগে যে জয় এসেছে সেজন্য সবাই বেশ উচ্ছ্বসিত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া