adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এখনো মহামারি নয় করোনা ভাইরাস : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ করোনা ভাইরাস চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। তারপরও এটিকে মহামারি বলতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিকে এখনই মহামারি বলা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক সংক্রামক ঝুঁকি প্রস্তুতির প্রধান সাইলভি ব্রায়ান্ড এমনটিই বলেছেন। একই সঙ্গে করোনা ভাইরাস নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে সেগুলো প্রতিরোধের ওপরও গুরুত্ব দেন তিনি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৪২৫ জনে পৌঁছেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এখন পর্যন্ত ২৬টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

হিসাব বলছে, করোনা ভাইরাসে শুধু চীনে মারা গেছেন ৪২৩ জন। এর মধ্যে বেশিরভাগই উহানের বাসিন্দা। বাকি দুজনের মধ্যে ১ জন হংকংয়ে ও অন্য একজন ফিলিপাইনে মারা গেছেন বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া