adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাঙ্গাকারার নেতৃত্বে ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে এমসিসি একাদশ তিনটি টি-টোয়েন্টি খেলবে

স্পাের্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল যে দেশে নিরাপত্তাহীনতার কথা বলে সফরে যেতে অনীহা প্রকাশ করে আসছে, সেই পাকিস্তান পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে একের পর এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এবার তাদের এই আয়েজনে যুক্ত হলো ইংল্যান্ডের মেরিলিবোন ক্লাব (এমসিসি)। এমসিসি একাদশ নামের একটি দল পাকিস্তানে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। দলের নেতৃত্ব দিবেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

লঙ্কান কিংবদন্তী সাঙ্গাকারা বর্তমানে এমসিসির ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কার যে ক্রিকেট দলের উপর হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট স্থবির হয়ে পড়ে, সাঙ্গাকারা সেই স্কোয়াডে ছিলেন।

সাঙ্গাকারা ছাড়াও এমসিসির একাদশে রয়েছেন জাতীয় দলে খেলা আরও ৫ জন ক্রিকেটার। এদের মধ্যে উল্লেখযোগ্য ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। এছাড়া স্কটল্যান্ডের সাফিয়ান শরিফ ও মাইকেল লেস্ক, নেদারল্যান্ডের রুলফ ভ্যান ডার মারউই ও ফ্রেড ক্লাসেন আছেন একাদশে। বাকি সদস্যরা ইংলিশ কাউন্টির ক্রিকেটার।

পাকিস্তানে এমসিসি একাদশের কোচ হিসেবে কাজ করবেন ইংল্যান্ডের সাবেক পেসার আজমল শেহজাদ। সফরে মোট তিনটি ম্যাচ খেলবে দলটি। তিনটি ম্যাচই মাঠে গড়াবে ফেব্রুয়ারিতে।

দুটি ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান। পাশাপাশি পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপাজয়ী দল নর্দার্নসের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে এমসিসি। সবগুলো ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটের।
একনজরে পাকিস্তান সফরের জন্য এমসিসি স্কোয়াড –
কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বার্গেস, অলিভার হ্যানন-ডালবি, ফ্রেড ক্ল্যাসেন, মাইকেল লেস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফইয়ান শরিফ, রুলফ ভ্যান ডার মারউই, রস হুইটলি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া