adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নিঃসঙ্গ’ হিন্দু বৃদ্ধের সৎকার করলাে প্রতিবেশী মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং নাগরিক তালিকার (এনআরসি) মাধ্যমে বিজেপিসহ হিন্দুত্ববাদী দলগুলো যখন ভারতে ধর্মীয় বিভক্তির বীজ বপনে ব্যস্ত, তখন সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করল দেশটির মুসলিমরা।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মনসাপুকুরে বিরল এ ঘটনা ঘটেছে।

এই সময় জানায়, অনেক দিন ধরেই নিঃসঙ্গ জীবন কাটাতেন ৭০ বছরের বৃদ্ধ মানু মিস্ত্রি। নিজের বলতে তেমন কেউ নেই। তবে প্রতিবেশী সকলেই তার জন্য এগিয়ে আসতেন। প্রতিবেশীরা সবাই মুসলিম সম্প্রদায়ভুক্ত।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মানু মিস্ত্রি। তখন এই প্রতিবেশীরাই তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে সবাই মিলে তাকে বাড়িতেও ফিরিয়ে আনেন।

গত সোমবার ফের অসুস্থ হয়ে পড়লে মানু মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এর পর বৃদ্ধের সৎকার নিয়ে সৃষ্টি হয় জটিলতার।

পরে বৃদ্ধের দূরসম্পর্কের এক ভাগ্নেকে সঙ্গে নিয়ে মুসলিম প্রতিবেশীরাই তার মরদেহে কাঁধে তুলে নেন। শ্মশানে গিয়ে পুরোহিতের মাধ্যমে নিয়ম মোতাবেক শেষ হয় শেষকৃত্য।

এখানেই শেষ নয়, ওই বৃদ্ধের শ্রাদ্ধও করা হবে জানিয়েছে প্রতিবেশী মুসলিমরা।

এর আগেও অবশ্য মালদহ, মুর্শিদাবাদের মতো একাধিক জায়গায় এমন সম্প্রীতির চিত্র দেখা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া